পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল বিতরণ

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেনসহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ দিন উপজেলার ১৭৯ জন সুফলভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়।