কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসকের তাড়াইল পরিদর্শন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

তারই অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তাড়াইল উপজেলা পরিদর্শনে আসেন তিনি।

দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ধর্মীয় সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী নেতা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতিরিক্ত ও সহকারী কমিশনার (ভূমি) জিসান আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তাড়াইল থানা পুলিশ অফিসার মোহাম্মদ সাব্বির রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক সিদ্দিকুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমিন মো. হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. ইকরাম হোসেন এবং গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী-সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

প্রধান অতিথির বক্তৃতায় ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা তাড়াইল। এই উপজেলাটি হাওরাঞ্চলের শুরু। এই উপজেলার উন্নয়ন, সুশাসন, জনসেবা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।

তিনি সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ব্যবসায়ীসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, এই মতবিনিময়ের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।

সভায় বক্তারা তাড়াইল উপজেলার উন্নয়ন অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নদীভাঙন, যানজট, দুর্নীতি নিরসন ও শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।