‘গণতন্ত্রের মার্কা ধানের শীষ’, পেকুয়ায় সালাহউদ্দিন আহমেদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

এই দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া—এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গণসংযোগে নামেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে পেকুয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।
গণসংযোগকালে টইটং হাজী বাজার স্টেশনে তিনি বলেন, “গণতন্ত্রের বিজয় হয়েছে, আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতিহিংসায় নয়। কিন্তু দেশে যে সময় অনাচার, অত্যাচার, হত্যাকাণ্ড হয়েছে—এর বিচার অবশ্যই হবে।”
তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি হলেও প্রয়োগ করতে পারিনি। ভোট বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন, “এ দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই। এ দেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ—গণতন্ত্রের দল বিএনপি।”
দ্বিতীয় দিনের নির্বাচনী গণসংযোগে অংশ নেন ওই আসনের সাবেক এমপি সালাহউদ্দিনের স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুসলেম উদ্দীন, উপজেলা যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পাঁচ দিনের কর্মসূচি
দলীয় সূত্র জানায়, ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া–পেকুয়ায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন। ধানের শীষের পক্ষে জনসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার বিমানবন্দরে নেমে খুটাখালীতে পীর হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শুরু হয়। বিকেলে তিনি চকরিয়ার ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে পথসভা করেন। রাতে পেকুয়া সদরের নিজ বাসায় অবস্থান করে স্থানীয় নেতা–কর্মীদের সাথে মতবিনিময় করেন।
বুধবার সকালে বাবা–মায়ের কবর জিয়ারতের মাধ্যমে পেকুয়ায় প্রচারণা শুরু করেন সালাহউদ্দিন। এরপর শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নে জনসংযোগ করেন।
আগামীকাল বৃহস্পতিবার মগনামা, উজানটিয়া ও পেকুয়া সদর ইউনিয়নে জনসংযোগ ও পথসভায় যোগ দেবেন।
শুক্রবার চকরিয়ার কোনাখালী, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, ডেমুশিয়া ও বদরখালী ইউনিয়নে জনসংযোগ করবেন। বিভিন্ন মাদ্রাসা ও দলীয় কার্যালয় পরিদর্শন করার কথাও রয়েছে।
শনিবার চকরিয়ার কেয়ারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে মহিলা সমাবেশে যোগ দেবেন তিনি। এছাড়া ফাঁসিয়াখালী, কাকারা ও বরইতলী ইউনিয়নে জনসংযোগ করবেন।
রোববার সফরের শেষ দিনে হারবাং ও সুরাজপুর–মানিকপুর ইউনিয়নে জনসংযোগ করবেন সালাহউদ্দিন আহমদ। দুপুরে চকরিয়া উপজেলা ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সন্ধ্যা ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
