দিনাজপুরে প্রতিবন্ধী দিবসের উদ্বোধনে জেলা প্রশাসক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় এ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, প্রতিবন্ধীদের সম্মাননা প্রদান, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান, সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে।
মুক্ত আলোচনা করেন সিডিডি’র শৈলেন চন্দ্র রায়, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুর, দিশারী সংস্থার মতিউর রহমান, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তানজিদা পারভীন সিমা।
এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. গোলাম আযম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো. নাসিম হোসেন, সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন।
শেষে দীপশিখার পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।
