জুলাই বিপ্লবের খুনিরা দেড় বছরেও বিচারহীন: চবিতে শহীদ ফয়সালের মা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

জুলাই বিপ্লবের দেড় বছর পরও খুনিদের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা কোহিনুর আক্তার। তিনি বলেন, “জুলাই বিপ্লবের এতদিন পরও অনেক খুনি ধরাছোঁয়ার বাইরে। বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। একজন শহীদের মা হিসেবে এটি আমার জন্য অনেক বেশি কষ্টের। জুলাই বিপ্লবের খুনিদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।”
বুধবার (৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে জাতিসংঘ মানবাধিকার অফিস ও মানবাধিকার সংগঠন ‘সোচ্চার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটোয়ারী ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মানবাধিকার কর্মকর্তা জাহিদ হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব ও চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান।
শহীদ ফয়সাল আহমেদের মা বলেন, আমার সন্তান ফয়সালের অনেক স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে বিদেশে যাবে, দেশের জন্য কাজ করবে। কিন্তু আল্লাহ তায়ালা আমার ছেলেকে শহীদী মৃত্যু দান করে আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাকে শহীদের মায়ের মর্যাদা দান করা হয়েছে।
এ সময় তিনি জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, জাতিসংঘ যেন জুলাই বিপ্লবের সকল খুনির সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করেন। কারণ, খুনিদের বিচার না হলে জুলাই বিপ্লবের শহীদেরা শান্তি পাবে না।
জুলাই বিপ্লবের শহীদ ফয়সাল আহমেদ শান্ত-র গ্রামের বাড়ি বরিশালে। ফয়সালের মা কহিনুর আক্তার চট্টগ্রামের জামালখানে সিএমপি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন।
