শ্রীমঙ্গলে কারখানায় ট্রলি চাপায় নারী কর্মীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় ট্রলির চাপায় মার্জিয়া বেগম নামে এক নারী কর্মী নিহত হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকায় রশনী পলি ফাইবার কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত মার্জিয়া বেগম ( ৪০) পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে। তিনি কারখানাটিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় পেছন থেকে মালামাল পরিবহনের ট্রলি মার্জিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবরটি গ্রামে পৌঁছানোর পর এলাকাবাসী কারখানার সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর কর্মীরা আতঙ্কে কারখানা ছেড়ে চলে যান। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে উত্তেজনা কমাতে সক্ষম হয়েছে।

কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তারা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পর কিছু লোক প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে।

ওসি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।