বেগম খালেদা জিয়া নিষ্পাপ প্রধানমন্ত্রী ছিলেন: বুলু
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২১:১৫ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, বাংলাদেশের দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছে, কারণ তার বিরুদ্ধে কখনো ১ টাকার দুর্নীতি পায় নাই। তিনি নিষ্পাপ প্রধানমন্ত্রী ছিলেন।
বুধবার (৩ ডিসেম্বর) বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, তার সাথে কারও তুলনা হবে না।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মোসলেহ উদ্দিন ইকবালের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, আহসান উল্যাহ, সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, প্রবাসী মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সাবেক ছাত্রদলের আহ্বায়ক রুবেল-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম, ওয়ার্ড সহ সভাপতি ইয়াছিন, জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের প্রবাসী সম্পাদক বোরহান উদ্দিন, সুমন কন্ট্রাক্টর, মোহাম্মদ ইয়াছিন, আফ্রিকান সুমন সহ আরো অনেকে।
