লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২১:৫৪ | অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি

বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে লালমনিরহাটে মর্জিনা খাতুন (৩৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা ওই ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাড়ী থেকে ফকিরের তকেয়াগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যান মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি বাসটি অটোকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মর্জিনা খাতুন। আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
