খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজীগঞ্জে যুবদলের দোয়া

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২২:০৮ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) আসর নামাজের পর হাজীগঞ্জ পশ্চিম বাজার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ.রহীম পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট উমর ফারুক টিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ খান রাসেল, শুকুর আলম, জুলহাস চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন ০১ রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কাজী মামুন, ০৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল কাদের ও সহ-সম্পাদক হোসেন সর্দার, ৫নং সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন মিরন, পৌর ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবার হোসেন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ পৌর ০৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসান উল্ল্যাহ, ০৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ইব্রাহীম খলিল স্বপন, ০৫ নং ওয়ার্ড যুবনেতা শরীফ হোসেন-সহ  বিএনপি'র নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকরা।