বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত ইউএনও মো. মেহেদী হাসান ফারুক-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার মোহাম্মদ মুহাম্মদ লুৎফুর রহমান, কৃষি অফিসার শাহানুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন কান্তি দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া, মহসীন খান তরুণ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া ও বর্তমান সভাপতি এস এম মোদ্দাচ্ছের, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, দক্ষিণ করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ইসলাম, ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রিদুয়ানুল করিম, উপজেলা জামায়াতের আমির ডা. খোরশেদ আলম, বিএনপি নেতা আলহাজ্ব মো. ইসহাক চৌধুরী, বিএনপি নেতা হাজী আবু আকতার, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক শিক্ষক আকতার হোসেন, শিক্ষিকা ফারজানা ইসলাম,সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণে বিভিন্ন উপ-কমিটি গঠনতন্ত্র দায়িত্ব প্রদানসহ কর্তব্য প্রতিপালনে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানান ইউএনও মেহেদী হাসান ফারুক।
