‘খালেদা জিয়াকে স্লো পয়েজনিং করে হত্যার চেষ্টা করা হয়েছে’
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:০২ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদ জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন। তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। যেখানে মানুষ থাকার কোনো পরিবেশ ছিল না, পোকার আশ্রয়স্থল ছিল। সেখানে রেখে তাকে স্লো পয়েজনিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে ছয়টি বছর বিনা কারণে বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমীতে জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের ওলামা আলেমদের গ্রেপ্তার করে ওজুর পানি দেওয়া হয়নি। তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। তারা শাপলা চত্বরে রক্তের বন্যা বসিয়েছে। জালিম (আওয়ামী লীগ) সরকারের বিরুদ্ধে কথা বললেই আলেমা ওলামাদের ওপর অত্যাচার চালাতো। তারা দেশের বীর সন্তান বিডিআরদের হত্যা করেছে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দল, নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনসহ প্রমুখ।
