মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ করলো বিএনপি নেতাকর্মীরা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ | অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) কামরুজ্জামান রতনকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেছেন। পাশাপাশি ব্যানার–ফেস্টুনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলও করেন তারা।
গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা মুন্সীগঞ্জ–মুক্তারপুর সড়কে কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ করেন। তার আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা ব্যানার–ফেস্টুনে আগুন ধরিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ দেখান।
মনোনয়ন না পাওয়া মো. মহিউদ্দিনের সমর্থিত নেতাকর্মীরা জানান, শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সড়ক অবরোধ করা হয়। জেলা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তখন সেখানে জড়ো হন।
কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ব্যানার–ফেস্টুনে আগুন ধরান এবং দলের মহাসচিব ও সমাজকল্যাণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন।
বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব–উল–আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে মুন্সীগঞ্জ–৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় গতকাল।
