পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত সবুজের লাশ ফেরত দিল ভারত

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ | অনলাইন সংস্করণ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক সবুজ মিয়ার (৩০) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিজিবি–বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশের মাধ্যমে তিস্তা ব্যাটালিয়ন–৬১ বিজিবির দায়িত্বপূর্ণ নাজিরগোমানী বিওপির সীমান্ত পিলার ৮৬৮/৩-এস সংলগ্ন ব্রিটিশরোড এলাকা দিয়ে মরদেহটি বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে পাটগ্রাম থানা পুলিশ ও বিজিবি নিহত সবুজের বড় ভাই মো. আরিফ হাসানের কাছে লাশটি তুলে দেয়। এ সময় নিহতের পরিবার–পরিজন উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে সবুজ মিয়ার মৃত্যু হয়। নিহত সবুজ মিয়া পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা যায়, ভোরে তিস্তা ব্যাটালিয়ন–৬১ বিজিবির অধীনস্থ শমসেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫–এর বিপরীতে ভারতের অভ্যন্তরের কেনাকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)–এর মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবুজের মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।