গুলিতে নিহত বাংলাদেশির লাশ ১ সপ্তাহেও ফেরত দেয়নি বিএসএফ

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম (২৭) লাশ দীর্ঘ এক সপ্তাহ পেরিয়ে গেলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বি এস এফ)। শহিদুলের লাশ ফেরত না পেয়ে শোকে পাথর তার পরিবার, স্ত্রী নাসরিনের চোখের পানি শুকিয়েও শুকায় না, বাবা-মা ছেলের লাশ না পেয়ে পাগল প্রায়। শহিদুলের বাড়িতে চলছে কান্নার রোল আর হাহাকার। তারা বলছেন- কোনো বিচার এখন চাই না, শুধু লাশটা ফেরত চাই। শেষবারের মতো দেখতে চাই। এক সপ্তাহ ধরে পরিবারের একটাই প্রশ্ন, কবে ফিরবে শহিদুলের নিথর দেহ?

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গয়েশপুর গ্রামের শহিদুল ইসলাম সহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে উপজেলার মানিকপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতের মেটেরিয়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। বিএসএফ সদস্যরা তার লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরের দিন ৩০ নভেম্বর সকালে গয়েশপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তার লাশ ফেরত চেয়ে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতের মেটেরিয়া বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়। এরপরও লাশ ফেরতের কোনে সাড়া মেলেনি। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রিপন কুমার বলেন, কি কারণে লাশ ফেরত দিচ্ছে না বিএসএফ আমার জানা নেই। আশা করছি অচিরেই তার লাশ ফেরত দেবে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সঙ্গে যোগাযোগ চলছে কিন্তু এখনো লাশ ফেরত এর বিষয়ে কোনো কিছু জানায়নি বিএসএফ। তবে শহিদুলের লাশ ভারতীয় কৃষ্ণগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্ত শেষে কৃষ্ণনগর হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রাখা হয়েছে।

মহেশপুরস্ত ৫৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, লাশ ফেরতের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে ভারতীয় পুলিশের অনুমতি না মেলায় হস্তান্তর বিলম্বিত হচ্ছে।