শোলাকিয়া মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:১০ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দিনব্যাপী কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আছরের নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ।

এর আগে, সকাল থেকে বিভিন্ন মাদরাসার কয়েকশ ছাত্র কোরআন খতমে অংশ নেয়। 

দোয়া ও কোরআন খতমের এই কর্মসূচি আয়োজন করেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান। দোয়া পরিচালনা করেন সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক্বারি শাহজাহান সানাউল্লাহ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে জাতির খুব প্রয়োজন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশকে সঠিক দিকনির্দেশনা দেবেন-এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সেই সঙ্গে সবার প্রতি তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসারাইল মিয়া, বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান, এটিএম মোস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।