জনগণই এবার নিজেদের ভোটের পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশের এই ঐতিহাসিক, পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধু নির্বাচিত হয়ে সরকার গঠনের নির্বাচন নয়; এটি হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত ও প্রশংসিত একটি নির্বাচন। “নির্বাচনে জনগণই তাদের নিজের ভোটের পাহারা দেবে, আর কাউকে লাগবে না”—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তৃতাকালে এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দীর্ঘ ষোল–সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। বাংলাদেশের নাগরিকরা তাদের সব ধরনের অধিকার ভোগ করতে পারেনি। নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন ব্যবস্থা থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানে—গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা দেশে একদলীয় শাসনব্যবস্থা বা বাকশাল কায়েম করেছিলেন।

দলের নেতারা জানান, দীর্ঘ ৯ বছর ভারতের শিলংয়ে নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ। গত এক বছরে তিনি নির্বাচনী এলাকায় এসেছেন চারবার। সর্বশেষ গত ২৩ আগস্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন এবং ধানের শীষে ভোট চান। গত ৩ নভেম্বর কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

এর আগে তিনি একই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সহধর্মিণী হাসিনা আহমদও এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনী প্রচারণায় স্বামীর সঙ্গে হাসিনাও সক্রিয় রয়েছেন।

শনিবার তিনি চকরিয়ার কেয়ারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে মহিলা সমাবেশে যোগ দেন। এছাড়া ফাঁসিয়াখালী, কাকারা ও বরইতলী ইউনিয়নে জনসংযোগ করেন। 
আগামীকাল রোববার সফরের শেষ দিনে তিনি হারবাং ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে জনসংযোগ করবেন। দুপুরে চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।