এবার সিএমপির ১৬ থানার ওসি পদে রদবদল

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। সিএমপির বিভিন্ন থানায় দায়িত্বে থাকা ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে এই বদলি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক অফিস আদেশে রদবদলের তালিকা প্রকাশ করা হয়।

এতে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ এবং বাকলিয়ার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে। একই আদেশে সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায় এবং পাঁচলাইশ থানার ওসি সোলায়মানকে বাকলিয়ায় পাঠানো হয়েছে।

রদবদলের আওতায় বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, আর ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়া হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট এবং পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়। কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে পাঠানো হয়েছে খুলশী থানায়।

একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর এবং ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।