সিরাজগঞ্জ চেম্বারে এক যুগ পর শান্তিপূর্ণ ভোটের উৎসব

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে প্রশংসার সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল থেকেই চেম্বার অব কমার্স ভবনকে ঘিরে পুরো শহর প্রার্থী, সমর্থক ও ভোটারদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে।

চেম্বার নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ইতিমধ্যেই ভোটগণনা শুরু হয়েছে। তবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে এবং প্রার্থী, সমর্থক ও ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে ফলাফল জানতে অপেক্ষা করছেন।

ভোটগ্রহণ কালে কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে ছিলেন। ভোটার ও সাধারণ ব্যবসায়ীরা জানান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জেলার ব্যবসায়ী ও শিল্পপতিদের অন্যতম প্রধান সংগঠন। জেলার শীর্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ এই সংগঠনের সঙ্গে যুক্ত। প্রায় এক যুগ ধরে অনির্বাচিত কমিটির দ্বারা পরিচালিত হয়ে আসছিল এ ব্যবসায়ীদের সংগঠন।

প্রেসিডেন্ট পদপ্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাংবাদিকদের বলেন, “চেম্বার অব কমার্সের নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের নজির সৃষ্টি করেছি। যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে সেই ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম।”

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারী গ্রুপের মোট ভোটার সংখ্যা ৪৩৮ জন। এই গ্রুপে ১৭টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৫২ জন। অপরদিকে এ্যাসোসিয়েট গ্রুপে মোট ভোটার ৬৮ জন। এ গ্রুপের ৭টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ জন।

অর্ডিনারী গ্রুপে প্রেসিডেন্ট পদপ্রার্থী ২ জন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ৩ জন করে এবং পরিচালক পদে ১৪টি পদের জন্য ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ৩ জন ও পরিচালক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা বলেন, “সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করা হয়েছে এবং বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগণনা শেষ হলে বিধিমতে ফলাফল ঘোষণা করা হবে।”