সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৪

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে, এতে তিন নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে কাঁচপুরের আজিম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জরিনা বেগমের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বিস্ফোরণে ঘরে থাকা মালপত্রও পুড়ে গেছে।

প্রতিবেশী শরিফ মিয়া জানান, মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ হয়েছে। ঘরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল এবং সেখানে আগুন ধরে গেলে এই বিস্ফোরণ ঘটেছে।

আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টে কাজ করতেন। শনিবার ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আলাউদ্দিন রুমে ঢুকতেই আগুনে ঝলসে যান। একই সময়ে ঘরে থাকা তার মা ও দুই মেয়েও দগ্ধ হন। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা দ্রুত বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, গ্যাস লাইনের লিকেজে ঘরে গ্যাস জমে থাকার সময় চুলা জ্বালানো বা বৈদ্যুতিক সুইচ থেকে বিস্ফোরণ ঘটেছে। দগ্ধদের মধ্যে জরিনা বেগমের শরীরের ২০ শতাংশ, শিমলার ৩০ শতাংশ, শিফা আক্তারের ১২ শতাংশ ও আলাউদ্দিনের ৪০ শতাংশ পুড়ে গেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, আগুনে দগ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়রা দগ্ধদের হাসপাতালে নিয়ে গেছেন। তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।