সাঘাটায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির বিশেষ দোয়া
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধার সাঘাটায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর সাঘাটা বিএনপির উদ্যোগে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৮০ দশকের ছাত্রনেতা, ডাকসুর এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মন্ডল। দোয়া মাহফিলে সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সাবেক ছাত্রনেতা ও ডাকসুর এজিএস সফিকুল ইসলাম টিপু মন্ডলের পৃষ্ঠপোষকতায় সাঘাটা উপজেলা বিএনপি এ বিশেষ দোয়ার আয়োজন করে।
জোহর নামাজের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলভী সাদেক হাসান।
উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মন্ডল প্রমুখ।
দোয়া অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম টিপু মন্ডল বলেন, খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া আর কোনো দল গণতন্ত্র লালন করে না। দেশের এবং গণতন্ত্রের স্বার্থে তাঁর বেঁচে থাকা খুবই প্রয়োজন। খালেদা জিয়ার অসুস্থতায় দেশ-বিদেশের সব বাংলাদেশি মানুষ উদ্বিগ্ন।
গণতন্ত্রের এই নেত্রীর জন্য তিনি ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা হারুনর রশিদ।
