দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২১:৩৪ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. জেদান আল মুসার (পিপিএম)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে সভায় পুলিশ সুপার মো. জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, জেলায় মাদক, শহরে যানজট, চুরি, ছিনতাইসহ চলমান পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে কাজ করে যাবেন।
তিনি বলেন, “যেই জিনিস আমি আমার সন্তানকে খেতে দেব না, সেই জিনিস অন্য মানুষ খাবে তা কখনোই হবে না।” অর্থাৎ, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন এবং সামাজিক সচেতনা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, যানজটসহ সমাজে অপ্রীতিকর ঘটনারোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।
এছাড়াও তিনি দিনাজপুরের মন্দ দিককে ত্যাগ করে, দিনাজপুরের ভালো ও প্রসিদ্ধ দিকের প্রসার ঘটানোর প্রতি গুরুত্বারোপ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হামিদসহ পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পত্রিকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
