ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যা মামলায় আসামি নিশির জামিন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:০২ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা মামলায় কারাগারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান (৩৮) জামিন পেয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত ২-এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৩ ডিসেম্বর বিকেলে একই আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে নিশি রহমানের সঙ্গে তার দুই বছরের শিশুকেও কারাগারে থাকতে হয়।
নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, আমার ছোট ছেলের বয়স দুই বছর।
মায়ের সঙ্গে তাকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিন আবেদন করেছিলাম। কিন্তু শুনানি হয়নি। আজ রোববার শুনানি শেষে জামিন হয়েছে।
গত ৩০ নভেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের সরকারি বাসার আঙিনায় ৮টি ছানার জন্ম দেয় মা কুকুরটি। গত ১ ডিসেম্বর সকালে কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি করতে ও কাঁদতে দেখা যায়। এক পর্যায়ে একটি পুকুর থেকে ওই কুকুর ছানাগুলোকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন এবং ওই রাতেই ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
