ব্যবসায়ীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসান ও মাহফুজের নেতৃত্বে সন্ত্রাসীরা গভীর রাতে অস্ত্রের মহড়া দিয়ে স্থানীয় ব্যবসায়ী হোরণ মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সমাবেশ করেছে।
আন্ডারচর ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে, রাতে চাঁদাবাজির দাবিতে বাংলা বাজার–সংলগ্ন ব্যবসায়ী হোরণ মিয়ার বাড়িতে বসবাসরত ব্যক্তিদের গাছের সঙ্গে বেঁধে ঘরসহ গবাদিপশু পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. আলী আহম্মদ রাশেদ, সদর উপজেলার জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ সেক্রেটারি রাশেদুল ইসলাম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ–মনোনীত আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিম, এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরানসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
সদর থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
