চুয়াডাঙ্গা জেলা পুলিশের বদলি কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বদলি প্রাপ্ত কর্মকর্তাদের সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিদায়ী কর্মকর্তাদের মধ্যে ছিলেন মোঃ খালেদুর রহমান (পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা), মোঃ মাসুদুর রহমান, পিপিএম-সেবা (অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা) এবং মোঃ হুমায়ুন কবির (অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন এবং তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, এক বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা প্রশংসনীয়। জেলা পুলিশ তাদের কর্মকাণ্ড কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। শেষে বিদায়ী কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।