বীরগঞ্জে নতুন ইউএনও ও থানার অফিসারের সঙ্গে মতবিনিময়
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং নবাগত বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা পরিষদ দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ থানার তদন্ত ওসি, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা যুগ্ন-আহবায়ক মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের ক্বারী মো. আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, বীরগঞ্জ উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবুসামা ঠান্ডু, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান এবং ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সায়েম।
এছাড়াও বৈষম্য ছাত্র নেতা জেমিয়ন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শেষে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্য প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
