সফল জননী হিসেবে সম্মাননা পেলেন কবি পত্নী জাহানারা বেগম

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সফল জননী হিসেবে সম্মাননা পেয়েছেন কবি নাজমুল হক নজিরের স্ত্রী জাহানারা বেগমসহ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা আরও তিন নারী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বোয়ালমারী পৌরসভা দিবসটি উদযাপন করে।

এ উপলক্ষে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাফল্য অর্জনকারী নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

এ বছর ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা পাওয়া নারীদের মধ্যে সফল জননী শ্রেণিতে রয়েছেন বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি, পাক্ষিক নজীর বাংলা সম্পাদক ও স্লোগানের কবি খ্যাত নাজমুল হক নজিরের সহধর্মিণী জাহানারা বেগম। কবির মৃত্যু পর তিনি দুই সন্তানকে উচ্চশিক্ষিত করার মাধ্যমে জীবনে অদম্য অধ্যবসায় দেখিয়েছেন।

বর্তমানে তার জ্যেষ্ঠ পুত্র সাইফুল্লাহ নজীর মামুন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক এবং কনিষ্ঠ পুত্র শহীদুল্লাহ্ নজীর মাসুদ ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন রূপাপাত ইউনিয়নের মোড়া গ্রামের সোহেল রানার স্ত্রী শাহানাজ পারভীন। নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবন সংগ্রামে সফল হয়েছেন শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আলী আকবর শেখের স্ত্রী রাবেয়া খানম।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেয়েছেন পরমেশ্বরদী ইউনিয়নের সদস্য ও মালিখালী গ্রামের বাবুল ফকিরের স্ত্রী জোবেদা বেগম।

অনুষ্ঠানের প্রধান অতিথি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উপজেলা প্রশাসন ও বোয়ালমারী পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোল্যা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও বিপ্লব বিশ্বাস প্রমুখ।

নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা মোসা. আজমেরী খাতুন।