বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কক্সবাজারে দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০১ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশের সুপার এ এন এম সাজেদুর রহমান। পরে মানববন্ধন ও র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং শুদ্ধতার চর্চা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।
দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। সামাজিক আন্দোলন গড়ে তুলেই দুর্নীতিকে রুখতে হবে।
