চুয়েটে এসরো’র এসরোনোভা’২৩: উদ্ভাবনী প্রজেক্টে তরুণদের অঙ্গীকার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০০ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর এন্ড্রোমেডা স্পেস এন্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশন (এসরো) এর উদ্যোগে এসরোনোভা’২৩ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ ডিসেম্বর (সোমবার) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।

এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং এসরো এর এডভাইজর ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসরো এর চিফ এডভাইজর ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

উল্লেখ্য, এসরো চুয়েট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে এসরো এর নতুন সদস্যদের অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে এসরোর বিভিন্ন প্রজেক্ট যেমন— স্টারলাপ রকেট লঞ্চিং প্রজেক্ট, টেলিস্কোপ প্রজেক্ট, চুয়েটের ছাত্র-শিক্ষক এবং অন্যান্য বাস ট্র্যাকিংয়ের জন্য এসরো’র সদস্যদের নিজস্বভাবে তৈরি বাস ট্র্যাকিং প্রজেক্ট, সোয়ার্ম ড্রোন প্রজেক্ট সম্পর্কে আলোচনা করা হয়।

এতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এসরো এর দুটি টিম (নাসা আয়োজিত নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ)-কে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। পরে এসরো কর্তৃক আয়োজিত সার্কিট অলিম্পিয়াড ২০২৫ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।