নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জের সহযোগিতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন করা হয়।

পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আঃ জা: মু: আহসান শহীদ সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দুর্নীতি প্রতিরোধের চর্চা পরিবার থেকেই শুরু করতে হবে। যথাসময়ে অফিসে না আসা কিংবা দায়িত্ব যথাযথভাবে পালন না করা—এসবও দুর্নীতির অংশ। সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তরুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে হবে, তাহলেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সরকারি দপ্তরের কাছে সার্ভিস নিতে আসা জনগণকে ভালো সেবা দিতে হবে যাতে কেউ বলতে না পারে আপনি দুর্নীতির সঙ্গে জড়িত। পারিবারিক, ধর্মীয় ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে দুর্নীতি মুক্ত করে গড়ে তোলা সম্ভব।”

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজের দপ্তর দুর্নীতি মুক্ত রাখতে হবে। আমি আমার দপ্তর দুর্নীতি মুক্ত করার চেষ্টা করব। ইসলামী অনুশাসন মেনে চললে দুর্নীতি বন্ধ হয়ে যাবে।”

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক মোঃ ইসমাইল হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা ডা: শাহনেওয়াজ চৌধুরী, সভাপতি বাবুল কৃষ্ণ সাহা প্রমুখ।

উপস্থিত ছিলেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, দুদক নারায়ণগঞ্জের কর্মকর্তা-কর্মচারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া।