সিরাজগঞ্জে ট্রাক চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দিয়ারবৈদ্যনাথ এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কাপড় ব্যবসায়ী শাহ আলম (৫৫) নিহত হয়েছেন।

তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া দক্ষিণপাড়া মহল্লার সেজাব আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া পড়েছে।

সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সন্ধ্যার দিকে ওই কাপড় ব্যবসায়ী মোটরসাইকেলযোগে শিয়ালকোল যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে রাস্তার পাশে রাখা বালুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান এবং পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।