সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:২৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিম থানা গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুড়িয়া গ্রামের আজিজুল হক (৩২) ও একবরপুর গ্রামের বিশু আলী (২৮)।

র‌্যাব-১২’র উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. ফারহান-উজ-জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় মাদক কাজে ব্যবহৃত ট্রাকসহ ৫টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।