কলিজা হারিয়েছি, প্রশাসনের কাছে বিচার চাই: সাজিদের বাবা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২১ | অনলাইন সংস্করণ

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদ গভীর নলকূপে পড়ে মারাত্মকভাবে আহত হওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে তার বাড়িতে আনা হয়। সন্তানের এমন করুণ মৃত্যুতে তার বাবা রাকিব উদ্দীন প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।
সাজিদের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে।
গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে হাঁটতে গিয়ে সাজিদ একটি পরিত্যক্ত ৪০ ফুট গভীর নলকূপে পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস রাত সোয়া ৯টার দিকে মাটি খনন করে শিশুটিকে উদ্ধার করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
সাজিদের মরদেহ বাড়িতে আনা হলে রাকিব উদ্দীন সাংবাদিকদের বলেন, “আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে, আমি তাতেই সন্তুষ্ট। আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি। আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি। অবহেলা (গর্ত বন্ধ না করায়) হয়েছে, এটাই একমাত্র কারণ।”
তিনি আরও বলেন, “যারা হাউজিং (গর্ত) করেছে, তাদেরই দায়িত্ব। তারা যদি পাইপের মুখ বন্ধ করত বা কোনো চিহ্ন রাখত, এমন দুর্ঘটনা হতো না। এ ঘটনায় আমি বিচার চাই।”
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে তার বাড়ির পাশের মাঠে। এর পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
