চুয়াডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মনিরুল ইসলাম, বীর প্রতীক সাইদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ছাত্র প্রতিনিধি মাহফুজ হোসেন প্রমুখ।
