সিরাজগঞ্জে ৪ লাখ টাকা ছিনতাই, ৪ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:২২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকাশ্য এক ব্যবসায়ীর চার লাখ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতাসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার উপজেলার পৌর এলাকার ধানগড়া বাজারে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে ঘটনার দিন রাতে সংশ্লিষ্ট থানায় এ মামলা করা হয়েছে।
মামলার আসামিরা হলেন— রায়গঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব তৌকির আহমেদ স্বপন (৩৯), প্রান্ত সরকার (২৫), শাহিন (২৬) ও তানভীর (২৩)।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পৌর এলাকার ধানগড়া প্রামানিক পাড়া মহল্লার ব্যবসায়ী নুরুল ইসলামের কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন ওই যুবদল নেতা। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে নানা রকম ভয়ভীতি দেখানো হয় এবং রোববার দুপুরে তারা ছেলে আসাদুল ইসলাম একটি ব্যাগে চারলাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে আসাদুলের পথ গতিরোধ ও মারধর করে টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ব্যাপারে ওইদিন রাতে ব্যবসায়ী নুরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ছিনতাই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও তিনি উল্লেখ করেন।
