ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রবিন, সম্পাদক জিসান

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ

  ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদলের ৭৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা জেলা কমিটি। এতে সভাপতি রাফিজুর ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে জিসান নির্বাচিত হয়েছেন।

গতকাল ১৪ ডিসেম্বর রবিবার রাতে ধামরাই উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

দীর্ঘ ৭ বছর পর ছাত্রদলের কমিটি পেয়ে খুশি ধামরাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

ধামরাই উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রবিন বলেন, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে সঙ্গে ছিলাম। দল আমাকে সেই অনুযায়ী মূল্যায়ন করেছে। আগামীতে দলের যে কোনো প্রয়োজনে পাশে থাকব। আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করব এবং বিপুল ভোটে ধামরাইয়ে ধানের শীষকে বিজয়ী করব।