মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর ও সেক্রেটারি হাসান মাহমুদের নেতৃত্বে শহরের ঐতিহাসিক আজাদী ময়দান থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও রাজবাড়ী-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান, ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর, জেলা সেক্রেটারি হাসান মাহমুদ এবং সাবেক জেলা সভাপতি মো. ফেরদৌসুর রহমান প্রমূখ।

এ সময় ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা জাতির জন্য গৌরবের হলেও এর প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয়ের মূল শিক্ষা হলো ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নেওয়ার প্রেরণা জোগায়।