সাটুরিয়ায় নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সাটুরিয়া উপজেলা পরিষদ বাংলাদেশ চত্বরে নির্মিত শহীদ বেদিতে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৭টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রথমে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ, অফিসার্স ক্লাব, উপজেলা প্রশাসন, সাটুরিয়া প্রেসক্লাব এবং সাটুরিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের নেতৃত্বে বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম সালাম গ্রহণ করেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নির্বাহী কর্মকর্তা শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন।
সংক্ষিপ্ত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের পর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
