সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ৬
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ইজিবাইক, মাছবাহী ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন যাত্রী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মোস্তাকিম (৮)।
আহত মাহেন্দ্র যাত্রী খায়রুল ইসলাম জানান, পাটকেলঘাটা থেকে ৮-১০ জন যাত্রী নিয়ে মাহেন্দ্রটি সাতক্ষীরা যাচ্ছিল। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল রক্ষা করতে গেলে আরেকটি মাছবাহী ট্রলি যাত্রীবাহী মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র উল্টে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন। এসময় আহত হন ৬-৭ জন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
