মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে জামায়াতের বিজয় র‍্যালি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার চৌমুহনী আধুনিক বাস টার্মিনাল থেকে শুরু হয়ে র‍্যালিটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি জামে মসজিদে গিয়ে শেষ হয়।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও বাংলাদেশ জামায়াত ইসলামির নোয়াখালী শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন-এর নেতৃত্বে এ র‌্যালিতে দলের নেতাকর্মীরা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনগুলোতে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

এছাড়া বিজয় দিবসের র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও চৌমুহনী পৌর জামায়াতের সাবেক আমির নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জায়েদ, সেক্রেটারি আবদুর রহিম, চৌমুহনী পৌরসভা জামায়াতের আমির জসিম উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী শহর শাখার সহ সেক্রেটারি মোহাম্মদ নুর উদ্দিন সহ উপজেলা ও চৌমুহনী পৌর জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।