কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন। তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবি-তে কর্মরত বলে জানা গেছে। নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায় ও কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর থানা এলাকায়।

চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়াগামী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা। ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতদের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।