চালের ট্রাক থেকে ভারতীয় জিরার চালান আটক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অভিযানে প্রায় ৬১ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ১৩৫ বস্তা জিরার চালান আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুড়ী উপজেলাধীন জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক এলাকা থেকে এগুলো আটক করা হয়। অভিনব উপায়ে চালের ট্রাকে করে অবৈধ ভারতীয় জিরাগুলো পরিবহন করা হচ্ছিল।
এসময় ট্রাক চালক মো. ফরহাদ উদ্দিন (২৫)-কে আটক করা হয়। ফরহাদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।
বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুড়ী উপজেলাধীন ৫ নং জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে চাল ভর্তি একটি ট্রাক আটক করে। এরপর ট্রাক তল্লাশি করে উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় ট্রাক চালকের নিকট মালামালের বৈধ কাগজপত্র না থাকায় বিজিবির টহল দল ট্রাকসহ মালামাল জব্দ করে। তল্লাশিকালে অবৈধ ভারতীয় ১৩৫ বস্তা জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি বাংলাদেশি ১০৫ বস্তা চাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
