বোয়ালমারীতে নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ২১:২৯ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের চারদিন পর আয়েশা আলম নামের ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চতুল গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা আলম ওই গ্রামের স্কুলশিক্ষক খায়রুল আলমের মেয়ে।

জানা যায়, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা খায়রুল আলম বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল বলেও পরিবার জানিয়েছে।