আলমডাঙ্গায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রাম থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে ডাউকি গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মতিয়ার রহমান (৪৫) চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শহরের মাঝপাড়া এলাকার মৃত তাহাজ্জেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় মতিয়ার রহমানকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় একটি নাশকতা মামলা রয়েছে। তাকে আজ সকালেই চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।
