মৌলভীবাজারে আলো-আলো প্রকল্পের অ্যাডভোকেসি সভা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর উদ্যোগে ‘আলো-আলো প্রকল্প’ এর আওতায় জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আইডিয়া’র ডেভেলপমেন্ট প্রোগ্রামের নাজিম আহমেদ। তিনি আলো-আলো প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে, শিশু সুরক্ষা, কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আলো-আলো প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন।
প্রকল্পের উপকারভোগীদের অনুভূতি ব্যক্ত করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কিশোর-কিশোরী দলের সদস্য, ইয়ুথ ফ্যাসিলিটেটর, আইডিয়া উপকারভোগী ও পঞ্চায়েত সদস্যরা।
