চট্টগ্রামে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, কে বি ফজলুল কাদের রোড, চকবাজার কলেজ রোড এবং কেয়ারী ইলিশিয়াম সংলগ্ন রসিক হাজারী লেইনে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছিল।
এ কারণে জনদুর্ভোগ লাঘবে অভিযান শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপিত দোকানপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় জনদুর্ভোগ সৃষ্টিকারী মোট ৬০টি দোকান, ভ্যানগাড়ি ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়।
