রংপুরে ৯ দফা দাবিতে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল, জ্বালানি অপরাধীদের বিচারসহ ৯ দফা দাবিতে রংপুরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব রংপুর চত্বরে ক্যাবের রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মহানগর শাখার সহ-সভাপতি হাসান ফেরদৌস, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন রুমি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যেন যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা-বাণিজ্যে জড়িত না হয় এবং সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি বা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর না করা হয়। কস্ট প্লাস পদ্ধতির পরিবর্তে সরকারকে কস্ট বেসিসে মুনাফামুক্ত বিদ্যুৎ ও জ্বালানি সেবা দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি মিশ্রণে স্বল্প মেয়াদি পরিকল্পনায় তরল জ্বালানির ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান তারা।
বক্তারা জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের কাছ থেকে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থে ‘এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড’ গঠনের দাবি জানান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩-এর মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত করা এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উন্নয়নে বৈষম্যহীন পরিবেশ তৈরির লক্ষ্যে বিদ্যুৎবাজারে বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, বিগত ১৫ বছরে জ্বালানি সরবরাহ খাতে যে পরিমাণ অর্থ তসরুপ ও আত্মসাৎ হয়েছে তা নির্ধারণ করে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ ও ক্ষতিপূরণ আদায় করতে হবে এবং জ্বালানি অপরাধী হিসেবে তাদের বিচারের আওতায় আনতে হবে।
বক্তব্যে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উল্লিখিত ৯ দফা দাবি আদায় না হলে বৃহত্তর স্বার্থে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। মানববন্ধনে ক্যাব রংপুর জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।
