দেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দেবহাটা উপজেলার ইছামতি টেকনিক্যাল কলেজের সামনে এ সবজি বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সুশীলনের এপি ম্যানেজার মিল্টন সিংহ, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, অনাবাদি ও আবাদি জমিতে এবং বাড়ির আঙিনায় সবজি চাষ করে নিজেদের স্বাবলম্বী করা ও অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য এই বীজ বিতরণ করা হচ্ছে।

এসময় সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হতদরিদ্র নারী ও তাদের পরিবারকে ছয় প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।