নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ২১:১৯ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ ৭ দফা দাবিতে নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ঘিরে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতনরা। সেখানে পুলিশ ভ্যান হস্তান্তর ও বক্তব্য শেষে ঢাকায় ফেরার পথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘হাদির ওপর গুলি কেনো? প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে হাদিকে গুলি করা প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো অবশ্যই যৌক্তিক। আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। হাদিকে গুলি করা ব্যক্তিকে আমরা আটক করতে না পারলেও আমরা ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়েছে। আপনারা হাদির জন্য দোয়া করবেন।