বোয়ালখালীতে দারোয়ানকে বেঁধে অর্ধকোটি টাকার সরঞ্জাম লুট

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীর ফিগো ফ্যাশন লিমিটেড কারখানায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সীমানা প্রাচীর টপকে ১৪-১৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে। দারোয়ান মো. বেলাল, মো. বশির ও ছত্তারকে রশি দিয়ে বেঁধে মারধর করে এবং ৩০/৪০ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল ও মেশিনারী সরঞ্জাম লুঠ করে।

একই সঙ্গে দারোয়ানদের পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত দারোয়ানদের সকালে হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

ফিগো ফ্যাশন লিমিটেডের এইচআর ও কমপ্লায়েন্স ম্যানেজার মো. মঞ্জুর মোরশেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।