রংপুরে ওসমান হাদীর স্মরণে গায়েবানা জানাজা ও শোক র‌্যালী

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর স্মরণে রংপুরে ছাত্র-জনতার ব্যানারে গায়েবানা জানাজা, দোয়া মাহফিল ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা মহানগরীর টাউন হল চত্বরে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে শোক র‌্যালী টাউনহল চত্বর থেকে শুরু করে ডিসির মোড় হয়ে ইউটার্ন নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এক হাদী গেছে লক্ষ হাদী এখন রয়েছে। সকলে জান দেয়ার জন্য প্রস্তুত। জান দেবো তারপরও এক চুলও ভারতকে কিংবা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ছাড় দেয়া হবে না। এখন থেকে যেখানেই আওয়ামী লীগের কারো দেখা হবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। ভারতের দালালি বাংলাদেশে আর চলবে না। আমরা ২৪শের আন্দোলনে এক ছিলাম এখনো এক হয়ে সকল ফ্যাসিস্টদের মোকাবিলা করবো। হাদী ভাই আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি। তার এই অকাল মৃত্যু বাংলার মাটিতে কেউ মেনে নিতে পারে না। তার অবুঝ শিশুটি কি দোষ করেছে যে তাকে এতিম হতে হলো। তাই অতিসত্বর হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচার করতে হবে নির্বাচনের আগেই।

এ সময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, মহানগর জামাতের সহ সেক্রেটারি আল আমীন হাসান, মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন, ছাত্র-শক্তির আহ্বায়ক ইমতিয়াজ হোসেন ইমতিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এ সময় রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতারা উপস্থিত ছিলেন।